রিপোজিটরীতে কোড সাবমিট করতে চাইলে ছোট এবং মজার একটি প্রোগ্রাম লিখে রান করুন। সব ঠিক থাকলে আপনার তথ্য সমেত সাবমিট করুন।
লুপ ব্যাবহার করে এ্যারে নিয়ে কাজ করবার খুবই ছোট্ট ও সহজ উদাহরণ
ধরি কার = 'আমার';
ধরি জিনিসসমুহ = ['খেলনা', 'বাড়ি', 'মা'];
ধরি ক্রম = ০;
লুপ(৩ বার) {
দেখাও (কার + ' ' + জিনিসসমুহ[ক্রম]);
ক্রম = ক্রম + ১;
}
তৃতীয় ভেরিয়েবল ব্যবহার না করে দুটি ভেরিয়েবলের মান সোয়াপ করা
ধরি প্রথম_সংখ্যা = _নাম্বার(ইনপুট());
দেখাও("প্রথম সংখ্যাটি :" + প্রথম_সংখ্যা);
ধরি দ্বিতীয়_সংখ্যা = _নাম্বার(ইনপুট());
দেখাও("দ্বিতীয় সংখ্যাটি :" +দ্বিতীয়_সংখ্যা);
প্রথম_সংখ্যা=(প্রথম_সংখ্যা + দ্বিতীয়_সংখ্যা);
দ্বিতীয়_সংখ্যা=প্রথম_সংখ্যা - দ্বিতীয়_সংখ্যা;
প্রথম_সংখ্যা=প্রথম_সংখ্যা - দ্বিতীয়_সংখ্যা;
দেখাও("সোয়াপ রেজাল্ট = " +প্রথম_সংখ্যা +" , "+ দ্বিতীয়_সংখ্যা);
ছোটবেলার প্রথম বাংলা শিক্ষা শুরু 'অ,আ' দিয়ে তাই প্রথম বাংলা প্রোগ্রামিংও হোক 'অ,আ' দিয়ে...
দেখাও("অ -তে অজগর");
দেখাও("আ -তে আম");
দেখাও("ই -তে ইদুর");
দেখাও("ঈ -তে ঈগল");
দেখাও("উ -তে উট");
দেখাও("ঊ -তে ঊষা");
দেখাও("ঋ -তে ঋষি");
দেখাও("এ -তে একতারা");
দেখাও("ঐ -তে ঐরাবত");
দেখাও("ও -তে ওল");
দেখাও("ঔ -তে ঔষধ");
একটা নাম থেকে স্বরবর্ণ গুলো খুঁজে বের করতে হবে।
ধরি স্বরবর্ণ =["অ","আ","ই","ঈ","উ","ঊ","ঋ","এ","ঐ","ও","ঔ"];
ধরি নাম = ইনপুট("তোমার নাম কি ?");// অনন্ত জলিল
ধরি ম = ০,গণনা = ০;
লুপ(নাম.সাইজ() বার){
ধরি আই = ০;
লুপ(স্বরবর্ণ.সাইজ() বার){
যদি(নাম[ম] == স্বরবর্ণ[আই]){
গণনা++;
}
আই++;
}
ম++;
}
দেখাও(নাম+" এর মধ্যে "+গণনা+" টা স্বরবর্ণ আছে।");
ছোট বেলায় ভাব নিতে আমরা কেউ কাউকে ছাড় দেই না। হোক বা না হোক আমার টাই সঠিক
যদি(৩ থেকে ৪ বড় হয়){
দেখাও("বল্টুঃ আমি আগেই জানতাম ৪ বড়।");
}নাহলে{
দেখাও("পল্টুঃ ঘোড়ার ডিম");
}