রিপোজিটরীতে কোড সাবমিট করতে চাইলে ছোট এবং মজার একটি প্রোগ্রাম লিখে রান করুন। সব ঠিক থাকলে আপনার তথ্য সমেত সাবমিট করুন।
ধরি বউ = ইনপুট('আপনার বউ এর নাম বাংলায় লিখুন !');
ধরি যা_যা_করবে = [];
যদি(বউ.সাইজ() < ৩){
দেখাও(" ধুর মিয়া আপনার কপালে বউ নাই ! ");
}নাহলে{
যদি(বউ.সাইজ() > ৩ এবং বউ.সাইজ() < ৯){
যা_যা_করবে.পুশ("* আপনার বউ তার নামের মতই সুন্দর");
যা_যা_করবে.পুশ("* আপনার বউ বিশেষ দিনে ভুনা খিচুড়ি রান্না করে আপনার জন্য অপেক্ষা করবে");
}নাহলে{
যা_যা_করবে.পুশ('* আপনার বউ তার নামের মতই মুটকী হবে আর আপনাকে গাধার মত কাজ করাবে');
যা_যা_করবে.পুশ('* আপনার বউ রাত্রে আপনার কানের কাছে এসে তাকে নতুন গহনা দেওয়ার জন্য প্যান প্যান করবে');
}
যদি(বউ[০] == "ত" অথবা বউ[০] == "স" অথবা বউ[০] == "আ" অথবা বউ[০] == "ন" অথবা বউ[০] == "হ"){
যা_যা_করবে.পুশ("* আপনার বউ খুব সকালে ঘুম থেকে উঠে আপনাকে চা দিয়ে ঘুম থেকে উঠাবে");
যা_যা_করবে.পুশ("* আপনার বউ কখনো আপনার চোখের দিকে রাগি রাগি ভাব নিয়ে তাকাবে না ");
}নাহলে{
যা_যা_করবে.পুশ("* আপনাকে এত পরিমান ভালবাসা খাওয়াবে যে আপনার পেট খারাপ হতে পারে");
যা_যা_করবে.পুশ("* আপনার বউএর হাসি শাক চুন্নি অথবা পেত্নীদের মত হবে");
}
দেখাও('ফলাফল:');
যদি(যা_যা_করবে.সাইজ() > ০){
দেখাও("" + বউ + ' নামের মেয়েটি আপনার সাথে যা যা করবে :');
লুপ(যা_যা_করবে.সাইজ()){
দেখাও(যা_যা_করবে[_ইন্ডেক্স]);
}
দেখাও(" বিশেষ দ্রষ্টব্যঃ এই প্রোগাম টি শুধু মজা করে লিখা হয়েছে এখানে '" + বউ + "' নামের মেয়ে টি কে বাস্তবে তার উপরক্ত গুনাবলির সাথে তুলনা করা হয়নি .");
}
}
ধরি নাম = ইনপুট("আপনার নাম (ইংরেজি ছোট হাতের বর্ণে লিখুন)");
ধরি জাপানি_নাম = "";
ইন্ডেক্স = ০;
লুপ(নাম.সাইজ() বার){
ধরি অক্ষর = নাম[ইন্ডেক্স];
যদি(অক্ষর=='a'){
জাপানি_নাম =জাপানি_নাম+'কা';
}নাহলে যদি(অক্ষর=='b'){
জাপানি_নাম =জাপানি_নাম+'তু';
}নাহলে যদি(অক্ষর=='c'){
জাপানি_নাম =জাপানি_নাম+'মি';
}নাহলে যদি(অক্ষর=='d'){
জাপানি_নাম =জাপানি_নাম+'তি';
}নাহলে যদি(অক্ষর=='e'){
জাপানি_নাম =জাপানি_নাম+'কু';
}নাহলে যদি(অক্ষর=='f'){
জাপানি_নাম =জাপানি_নাম+'লু';
}নাহলে যদি(অক্ষর=='g'){
জাপানি_নাম =জাপানি_নাম+'জি';
}নাহলে যদি(অক্ষর=='h'){
জাপানি_নাম =জাপানি_নাম+'রি';
}নাহলে যদি(অক্ষর=='i'){
জাপানি_নাম =জাপানি_নাম+'কি';
}নাহলে যদি(অক্ষর=='j'){
জাপানি_নাম =জাপানি_নাম+'জু';
}নাহলে যদি(অক্ষর=='k'){
জাপানি_নাম =জাপানি_নাম+'মি';
}নাহলে যদি(অক্ষর=='l'){
জাপানি_নাম =জাপানি_নাম+'তা';
}নাহলে যদি(অক্ষর=='m'){
জাপানি_নাম =জাপানি_নাম+'রিন';
}নাহলে যদি(অক্ষর=='n'){
জাপানি_নাম =জাপানি_নাম+'টু';
}নাহলে যদি(অক্ষর=='o'){
জাপানি_নাম =জাপানি_নাম+'মো';
}নাহলে যদি(অক্ষর=='p'){
জাপানি_নাম =জাপানি_নাম+'নো';
}নাহলে যদি(অক্ষর=='q'){
জাপানি_নাম =জাপানি_নাম+'কি';
}নাহলে যদি(অক্ষর=='r'){
জাপানি_নাম =জাপানি_নাম+'সাই';
}নাহলে যদি(অক্ষর=='s'){
জাপানি_নাম =জাপানি_নাম+'আরি';
}নাহলে যদি(অক্ষর=='t'){
জাপানি_নাম =জাপানি_নাম+'চাই';
}নাহলে যদি(অক্ষর=='u'){
জাপানি_নাম =জাপানি_নাম+'ডু';
}নাহলে যদি(অক্ষর=='v'){
জাপানি_নাম =জাপানি_নাম+'রু';
}নাহলে যদি(অক্ষর=='w'){
জাপানি_নাম =জাপানি_নাম+'মেই';
}নাহলে যদি(অক্ষর=='x'){
জাপানি_নাম =জাপানি_নাম+'না';
}নাহলে যদি(অক্ষর=='y'){
জাপানি_নাম =জাপানি_নাম+'ফু';
}নাহলে যদি(অক্ষর=='z'){
জাপানি_নাম =জাপানি_নাম+'জি';
}নাহলে যদি(অক্ষর==' '){
জাপানি_নাম =জাপানি_নাম+' ';
}নাহলে{
জাপানি_নাম = 'তাকিওনামুতেআসি';
থামো;
}
ইন্ডেক্স++;
}
দেখাও("আপনার জাপানি নাম হল : \""+জাপানি_নাম+"\"");
লুপ ব্যাবহার করে এ্যারে নিয়ে কাজ করবার খুবই ছোট্ট ও সহজ উদাহরণ
ধরি কার = 'আমার';
ধরি জিনিসসমুহ = ['খেলনা', 'বাড়ি', 'মা'];
ধরি ক্রম = ০;
লুপ(৩ বার) {
দেখাও (কার + ' ' + জিনিসসমুহ[ক্রম]);
ক্রম = ক্রম + ১;
}
দেখাও("আপনার বয়স কত?");
ধরি বয়স = ইনপুট();
যদি (বয়স <১){
দেখাও(" আপ্নি এখনো আসেন নাই!! ");
}
নাহলে যদি (বয়স >= ১ এবং বয়স < ১৮ ){
দেখাও("আপ্নি এখনো বাচ্চা !!");
}
নাহলে যদি ( বয়স >= ১৮ হয় এবং বয়স <৩০ ){
দেখাও("ভাই দিনকাল কেমন চলে ??খুব চাপে আছেন নাকি??");
}
নাহলে যদি(বয়স >= ৩০ হয় এবং বয়স <৪৫){
দেখাও("ভাই, আপ্নারে কিছু বলার নাই.....শুধু.....");
}
নাহলে যদি(বয়স >= ৪৫ হয় এবং বয়স <৬০){
দেখাও("ভাই,অফিসের কি খবর??");
}
নাহলে যদি(বয়স >= ৬০ হয় এবং বয়স <=৮০){
দেখাও("কখন আমার আসবে খবর......???");
}
নাহলে যদি(বয়স >= ৮১ হয় এবং বয়স <=৯৯){
দেখাও("আমি কেম্নে আছি???ভাবতাছি......???");
}
নাহলে যদি(বয়স == ১০০ হয় ){
দেখাও("ওরে মা....১০০~~~~~বছর.!!!!!");
}
নাহলে যদি(বয়স >= ১০০ হয় এবং বয়স <=১৩০ ){
দেখাও("দাদু , আপ্নি সুপারহিউমান.....|হেল্প করেন ,দয়া করে......|||বাচান....");
}
নাহলে{
দেখাও("দয়া করে বলেন,আপ্নি কে??????......কই থেকে আসছেন???");
}
রিকার্শন ফাংশন : রিকারশন ফাংশন হলো এমন একটি ফাংশন যা নিজেকে নিজেই call করে । ফ্যাক্টরিয়াল বের করার বেসিক নিয়ম: http://potaka.io/?id=47 নিচে রিকারশন দিয়ে ফ্যাক্টরিয়াল বের করার এলগরিদম দেয়া হল:
ফাংশন ফ্যাক্টটোরিয়াল(সংখ্যা){
যদি(সংখ্যা == ১){
রিটার্ন ১;
}
নাহলে{
রিটার্ন সংখ্যা * ফ্যাক্টটোরিয়াল(সংখ্যা-১);
}
}
ধরি কত = ইনপুট();
ধরি ফলাফল = ফ্যাক্টটোরিয়াল(কত);
দেখাও(" ফ্যাক্টটোরিয়াল " + ফলাফল);