রিপোজিটরীতে কোড সাবমিট করতে চাইলে ছোট এবং মজার একটি প্রোগ্রাম লিখে রান করুন। সব ঠিক থাকলে আপনার তথ্য সমেত সাবমিট করুন।
তৃতীয় ভেরিয়েবল ব্যবহার না করে দুটি ভেরিয়েবলের মান সোয়াপ করা
ধরি প্রথম_সংখ্যা = _নাম্বার(ইনপুট());
দেখাও("প্রথম সংখ্যাটি :" + প্রথম_সংখ্যা);
ধরি দ্বিতীয়_সংখ্যা = _নাম্বার(ইনপুট());
দেখাও("দ্বিতীয় সংখ্যাটি :" +দ্বিতীয়_সংখ্যা);
প্রথম_সংখ্যা=(প্রথম_সংখ্যা + দ্বিতীয়_সংখ্যা);
দ্বিতীয়_সংখ্যা=প্রথম_সংখ্যা - দ্বিতীয়_সংখ্যা;
প্রথম_সংখ্যা=প্রথম_সংখ্যা - দ্বিতীয়_সংখ্যা;
দেখাও("সোয়াপ রেজাল্ট = " +প্রথম_সংখ্যা +" , "+ দ্বিতীয়_সংখ্যা);
ছোটবেলার প্রথম বাংলা শিক্ষা শুরু 'অ,আ' দিয়ে তাই প্রথম বাংলা প্রোগ্রামিংও হোক 'অ,আ' দিয়ে...
দেখাও("অ -তে অজগর");
দেখাও("আ -তে আম");
দেখাও("ই -তে ইদুর");
দেখাও("ঈ -তে ঈগল");
দেখাও("উ -তে উট");
দেখাও("ঊ -তে ঊষা");
দেখাও("ঋ -তে ঋষি");
দেখাও("এ -তে একতারা");
দেখাও("ঐ -তে ঐরাবত");
দেখাও("ও -তে ওল");
দেখাও("ঔ -তে ঔষধ");
একটি সংখ্যার ফ্যাক্টরিয়াল(factorial) হলো সংখ্যাটির সমান বা তার থেকে ছোটো সকল ধণাত্মক পূর্ণসংখ্যার গূণফল। অর্থাৎ ৫ এর ফ্যাক্টরিয়াল হবে ৫×৪×৩×২×১ = ১২০
ধরি ইচ্ছা = ইনপুট("আপনি কত সংখ্যার ফ্যাক্টরিয়াল বের করতে চান? ")
ধরি ফ্যাক্টরিয়াল = ফ্যাক্টরিয়াল_পাব(ইচ্ছা)
দেখাও(ইচ্ছা + " ফ্যাক্টরিয়াল = " + ফ্যাক্টরিয়াল);
ফাংশন ফ্যাক্টরিয়াল_পাব(ফ্যাক্টর){
ধরি রেজাল্ট = ১
ধরি নতুন = ১
লুপ(ফ্যাক্টর বার){
রেজাল্ট = রেজাল্ট * নতুন
নতুন = নতুন + ১
}
রিটার্ন রেজাল্ট
}
আজকেই ফেইসবুকে হঠাত চোখে পরলো পতাকা(); এর. দেখেই ভাবলাম যাই একটু ট্রাই করে দেখি কেমন বানালো. এক কথায় অসাধারণ. খুব মজা লাগলো বাংলায় প্রোগ্রামিং করতে পেরে :)
ধরি মানুষ = ২;
লুপ(৩ বার){
যদি (মানুষ দেখতে ২ হয়){
দেখাও("ছোট মানুষ");
মানুষ = মানুষ + ১;
}
নাহলে যদি(মানুষ দেখতে ৩ হয়){
দেখাও("মাঝারি মানুষ");
মানুষ = মানুষ + ১;
}
নাহলে{
দেখাও("বড় মানুষ");
}
}
ফিবনাচ্চি সিরিজ: অংকের প্রথম দুইটা সংখ্যা হল ফিবনাচ্চি সংখ্যা। আর এ ফিবনাচ্চি সিরিজটি হল ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩,.... । সিরিজটির গঠনতন্ত্র খুব সোজা এবং মজার। শুধু দুইটা নাম্বার নিন এবং যোগ করে পরবর্তী নাম্বার বের করুণ। চলুন দেখে নেই কিভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে ফিবোসাচ্চি সিরিজ বের করব পারি।
ধরি ইচ্ছা = ইনপুট("আপনার কয়টি ফিবনাচ্চি নাম্বার দেখতে ইচ্ছে করছে?");
ধরি প্রথম = ০
ধরি দিত্বীয় = ১
ধরি ফিবনাচ্চি = ০
লুপ(ইচ্ছা বার){
দেখাও(ফিবনাচ্চি);
প্রথম = দিত্বীয়;
দিত্বীয় = ফিবনাচ্চি;
ফিবনাচ্চি = প্রথম + দিত্বীয়;
}